কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ছয়টি উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত অস্বচ্ছ্ল পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তার জন্য আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং(প্রা:) লি. এর পক্ষ থেকে মোট ১০ লক্ষ টাকার চেক বিতরণ কর হবে।
আজ শুক্রবার সকালে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিক্ষানুরাগী শিল্পপতি বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
উদ্বোধন করবেন নারগিস আহমেদ।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামুলক বক্তব্য রাখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ও লেখক নাজমুল হুদা এবং জাতীয় ক্রীড়া সংগঠক আমিরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন মিরপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব ও দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যলয় কুষ্টিয়া এর ডেপুটি রেজিস্টার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা আসকর আলি, আমলা, সদরপুর ও খলিসাখুন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম, রবিউল হক ও সিরাজুল ইসলাম।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রা: লি: ঢাকা এর পৃষ্ঠপোষকতায় এ আয়োজনের সহযোগী ক্যারিয়ার কেয়ার ডট কম ও ‘আলোকিত আমলা’।