আত্রাইয়ে অতিদরিদ্রদের কর্মসূচি কাজের উদ্বোধন

0
149
আত্রাইয়ে অতিদরিদ্রদের কর্মসূচি কাজের উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য অতিদরিদ্র ১০৫ জন কর্মসূচির কাজে যোগদেন। এছাড়া আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০০০ জন এ কর্মসূচির কাজ করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান,স্থানীয় মহিলা মেম্বার নুসরাত জাহান,শফিকুল ইসলাম,ডাঃ মোসলেম উদ্দিন,সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here