আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ২৭০ বোতল ফেনসিডিলসহ মিল্টন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটক কৃত মিল্টন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ইকবালপুর গ্রামের নাইরুল ইসলামের ছেলে।
আত্রাই থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ই ডিসেম্বর) সন্ধার সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সালাউদ্দিন ও এ এস আই শাহীনুর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিশা ইউনিয়নের পারমোহনঘোষ এলাকায় একটি সিএনজি তল্লাশি করে। তল্লাশির সময় সিএনজি ভেতর থেকে ২৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ওই ফেনসিডিল-সহ সিএনজি জব্দ করা হয়। পুলিশের উপস্থিত টের সিএনজি চালক পালিয়ে যায়। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেম উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় ২৭০ বোতল ফেনসিডিল মিল্টনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।