আরবান সার্ভিসে পৌরবাসীর স্বাস্থ্য সমস্যা দূর হবে মেয়র হাছিনা গাজী

0
95
আরবান সার্ভিসে পৌরবাসীর স্বাস্থ্য সমস্যা দূর হবে মেয়র হাছিনা গাজী

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) তারাব পৌরসভায় মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় মেয়র হাছিনা গাজী বলেন, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট এর মাধ্যমে তারাব পৌরবাসীর স্বাস্থ্য সমস্যা দূর হবে। এই প্রজেক্টের আওতায় তারাব পৌরসভা ডাক্তারসহ ৪৮ জন স্বাস্থ্য কর্মী নিয়োগ দিয়েছে। তারা সবাই পৌরবাসীর গর্ভকালীন সেবা, প্রসূতি সেবা, শিশুদের পুষ্টি সেবাসহ ১৪ টি বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। সরকার প্রজেক্টটি বাস্তবায়নের জন্য ১ শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর উদ্দেশ্যে মেয়র বলেন, আরবান প্রাইমারী হেলথ কেয়ারে এম্বুলেন্স নেই। তারাব পৌরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আপনার কাছে একটি এম্বুলেন্স চাই। আপনি নিজে অথবা সরকারীভাবে একটি এম্বুলেন্স ব্যবস্থা করে দেবেন। তাতে পৌরবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে হাছিনা গাজী বলেন, আপনারা গরীব মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাদের সঠিক সেবা দেবেন। আরবান প্রাইমারী হেলথ কেয়ার পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো মানুষ যেনো হয়রানির শিকার না হয়। দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক নেতা আমাকে পুনরায় মেয়র হিসেবে দেখতে চেয়ে ব্যানার করেছেন। তাদেরকে অনেক ধন্যবাদ ।

আমি পুনরায় মেয়র হলে পৌরসভাকে আরো উন্নত করব। এসময় হাছিনা গাজী উপস্থিত সবার কাছে জানতে চায় আপনারা কি আমাকে পুনরায় মেয়র হিসেবে দেখতে চান ? তখন উপস্থিত সবাই উপরে হাত উঠিয়ে হাছিনা গাজীকে সমর্থন দেন। হাছিনা গাজীও পুনরায় নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনি, হোসাইন হোসেন রাজীব , রাসেল শিকদার,নজরুল ইসলাম মফিজ, হামিদুল্লাহ, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন, আমির হোসেন ভূইয়া, আতিকুর রহমান, লায়লা পারভীন, আসমা বেগম, জোসনা বেগম, সচিব তাজুল ইসলাম, প্রকৌশলী জেড এম আনোয়ার , আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব হাবিবুর রহমান , রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানসহ অনেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here