আলোকিত আমলার হামিদুল ইসলামের ইন্তেকাল

0
121
আলোকিত আমলার হামিদুল ইসলামের ইন্তেকাল

কুষ্টিয়া প্রতিনিধি: আলোকিত আমলার একনিষ্ঠ সমর্থক হামিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজেউন)।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আমলাস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ‘আব্দুর রাফেত বিশ্বাস কলেজ’র সহকারী অধ্যাপক ও আমলার মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সাদা মনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিরহংকারী, একনিষ্ঠ, পরোপকারী, মানবিক মানুষ হিসেবে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘদিন ধরে।

হামিদুলের সহযোদ্ধা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাজমুল হুদা নলেন, মধ্যরাতে ঘুম ভেঙে ফোন খবরটা শোনার পর থেকে ঘুমতে পারছিনা আর। আমলা-সদরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ আয়োজন, কুষ্টিয়ায় মেধাবৃত্তি প্রদান, এলাকায় করোনাকালে ত্রান বিতরণ, ফ্রি সবজি বাজার সহ কত কাজ করেছি একসাথে। আরও কত কাজ বাকি রয়েছে আমাদের। এলাকাকে আলোকিত করার প্রত্যয়ে কত স্বপ্ন দেখতেন তিনি। আমি শুধু সায় দিতাম, পাশে থাকব বলতাম। আজ উনিই পাশে নেই ভাবতে অবাক লাগছে।
কলেজের আইসিটির প্রভাষক ছিলেন হামিদুল ইসলাম, তার স্ত্রীও শিক্ষক। সন্তানরা অত্যন্ত মেধাবী। এমন একজন মানুষকে হারিয়ে এলাকার যেকোন ভাল কাজে যে শুন্যতা সৃষ্টি হল তা পুরণ হবার নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here