আশুলিয়ায় বাস চাপায় গার্মেন্টস কর্মকর্তা নিহত,গাড়ী ভাংচুর অগ্নিসংযোগ

0
103
আশুলিয়ায় বাস চাপায় গার্মেন্টস কর্মকর্তা নিহত,গাড়ী ভাংচুর অগ্নিসংযোগ

মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় রাস্তা পারাপারে বাস চাপায় গার্মেন্টস কর্মকর্তা নিহতের ঘটনায় তিনটি বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ কারখানার শ্রমিকরা। এছাড়া ১০টির অধিক বাস ভাঙচুর করেন তারা।

বৃহস্পতিবার(১১মার্চ)রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ ঘটনার সূত্রপাত ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম সামসুল আলম। তিনি সারমিন গ্রুপের প্রশাসন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলো।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, কারখানা ছুটি শেষে আমরা সবাই সড়ক পার হচ্ছিলাম। এ সময় কারখানার সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে।কিন্তু আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। পরে সামসুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেইসঙ্গে তিন জন শ্রমিক গুরুত্বর আহত হন।  

ঘটনায় সড়ক অবরোধ করে ৩ বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি বাসে ভাঙ্গচুর করেছে উত্তেজিত পোশাক শ্রমিকরা।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে এবং ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।  প্রায় এক ঘন্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here