গাজায় ইসরায়েলি হামলা-তান্ডব ‘গণহত্যা নয়’: বাইডেন

0
37
বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা নয়’ অভিহিত করে তেল আবিবের এই আগ্রাসন ও অপরাধের প্রতি সমর্থন জানিয়েছেন। সূত্র: আনাদোলু

হোয়াইট হাউজে ইহুদী আমেরিকান হেরিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দানকালে এই মন্তব্য তিনি বলেন, ‘আমাকে বিষয়টি পরিস্কার করতে দেন: তা হলো আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার উল্টো। গাজায় ইসরায়েল যা করছে তা গণহত্যা ‘নয়। আমরা এ অভিযোগ প্রত্যাখ্যান করছি।’

গাজায় ইসরায়েলি হামলা-তান্ডব ‘গণহত্যা নয়’: বাইডেন

বাইডেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি করিম খানের গ্রেপ্তারি পরোয়ানার সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রতিরক্ষামন্ত্রী ইওয়োভ গ্যালান্টের বিরুদ্ধে এই পরোয়ানা জারির অনুরোধ জানানো হয়েছে।

 

গাজায় ইসরায়েলি হামলা-তান্ডব ‘গণহত্যা নয়’: বাইডেন

বাইডেন বলেন, ‘আমি পরিস্কার জানিয়ে দিতে চাই ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি। হামাস ও ইসরায়েলকে একই পাল্লায় তুলনা করা যাবে না।’

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২২৯তম দিন। প্রায় সাড়ে সাত মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৩৫,৫৬৪ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮৯,৬৫২ জন।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

 

আরও পড়ুন: