এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পেছানোর খবরটি ভুয়া

0
48
‘অটো পাস’ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ও সচিব

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুনই শুরু হবে। পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি সত্য নয়। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়েও পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পেছানোর খবরটি ভুয়া

শুক্রবার (৩১ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

 

এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পেছানোর খবরটি ভুয়া
এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পেছানোর খবরটি ‘ভুয়া

তিনি বলেন, পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। যে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়েছে সেটি ফেক ও ভুয়া।

উল্লেখ্য, ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া ওই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল ‘২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা একমাস বিলম্বের নোটিশ’। এতে বলা হয়েছে, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলোনের ওপর ভিত্তি করে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। শিঘ্রই ২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে।

এদিকে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের একটি অংশ বেশ কয়েকদিন থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনে করে আসছেন।

 

এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পেছানোর খবরটি ভুয়া
এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পেছানোর খবরটি ‘ভুয়া

 

এসব শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর ভুয়া এ বিজ্ঞপ্তি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তবে মন্ত্রণালয় বলছে, পরীক্ষা পেছানো নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। নির্ধারিত সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হব। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়ে পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি পরীক্ষা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে প্রথম ধাপ এবং ভবিষ্যত ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনার মাধ্যমে এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। ছাত্রছাত্রীদের উচিত নিয়মিত অধ্যয়ন, পাঠ্যবই মনোযোগ সহকারে পড়া, নোট ও সারাংশ তৈরি করা এবং মক টেস্টের মাধ্যমে প্রস্তুতি নেওয়া। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে সফলতার পথে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন: