জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহৎ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর বাগেরহাট জোনের আয়োজনে দুই দিন ব্যাপী ভার্চুয়াল ডিবেট প্রতিযোগীতা-২০২০ সম্পন্ন হয়েছে।
এই প্রতিযোগিতায় প্রথমবারের মত জেলার বিভিন্ন প্রতিষ্ঠাগুলোর মধ্য থেকে মোট ৪ টি দল অংশগ্রহন করে। গত (৩মে) রোববার সকাল ১১ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাসচিব জনাব তামজিদ রহমান পাপুল।
ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগীতার ১ম দিন অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সংগঠনের বাগেরহাট শাখার সম্মানিত উপদেষ্টা ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, ফারহানা আক্তার, সংগঠনের খুলনা অঞ্চলের মডারেটর ও বয়রা পাবলিক স্কুল এন্ড কলেজর প্রভাষক জনাব তাকদিরুল গণি, এনডিএফবিডি বাগেরহাট শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর আব্দুর রব চৌধুরী প্রমুখ।
প্রতিযোগীতার ২য় দিনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সংগঠনের চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কো-চেয়ারম্যান, জনাব এম আলমগীর প্রমুখ। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিচারক হিসাবে দায়িক্ত পালন করেন। প্রতিযোগীতা শেষে (সরকারী দল) পি.সি.কার্টুজ বিজয়ী হয়।পরে (৪মে) সোমাবার বিকালে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বাগেরহাট জেলা এ্যাম্বাসেডর আবিদা সুলাতানা বলেন,“ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। এমতাবস্থায় সারা বাংলাদেশের মেধাবী বিতার্কিকদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে (এনডিএফ বিডি) ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে যেন কর্মচাঞ্চল্য তৈরী হয় তার জন্য আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে”।