বাগেরহাট প্রতিনিধি: ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাগেরহাট এর একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মাশালা ৫ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় শিশু একাডেমি বাগেরহাট কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলা কার্যনিবাহী কমিটি ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শেখ আসাদুর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকতা বাগেরহাট। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, ফিল্ড অফিসার, সেভ দ্যা চিলড্রেন।অনুষ্ঠানে সহযোগীতা করেন শারমীন আক্তার প্রিয়া, জেলা ভলেনন্টিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনসিটিএফ বাগেরহাট জেলা সভাপতি এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ, এছাড়াও অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সাবিহা আফরোজ, যুগ্ন সাধারন সম্পাদক আবরার আবির,সাংগঠনিক সম্পাদক কুলসুম,শিশু সাংবাদিক জাবির হাসান,শিশু সাংবাদিক সায়মা আনজুমান মিম,শিশু গবেষকওলি হাওলাদর,শিশু গবেষক ফারিয়া ফারিন তিশা , শিশু সাংসদ এসএম খালিদ হাসান,শিশু সাংসদ তাবিদা খায়ের রিদি প্রমুখ।প্রশিক্ষণে জাতিসংঘ শিশু অধিকার,এনসিটিএফ এর আগামী এক বছরের কর্মপরিকল্পনা করা হয়।