ওদেরও ইচ্ছে করে
এসএম জামাল
ওরা অটিজম,
ওরা মানসিক প্রতিবন্ধী
ওদেরও আছে অনেক সন্ধি
ওরাও আঁকতে
পারে ছবি
ওরাও কবি
জাতীয় সংগীত
গাইতে পারে
আবার ওরাও পারে
উঠানে বাঁকা
করে নাচতে পারে
ঝুমুর ঝুমর শব্দে কিংবা
বাদ্যের তালে গান
মন হারানো তালের সুরে
মনে আনে বান
ওরাও তো আমাদের সন্তান
পরিবার পরিজন কিংবা আপনজন
স্যালুট ওদের,
জ্ঞান বুদ্ধিতে ভরা
একটু কেবল গাইড তাদের
তবেই দিবে ধরা।
তারা আবার সফল হবে
চাইতো সে তার মা-বাবা
মনের সুখে হাসবে তারা
ঘরের মধ্যেই যেন কা-বা
আমি অধম লিখে চলি
ওদের নিয়ে বেশ
তবুও আমার লেখা যেন
হয়নাকো তো শেষ
আমি কাঙাল তাদেরকে
ভালোও অনেক বাসি
সবসময় যেন তাদের মুখে
দেখি কেবল হাসি।
সাংবাদিকতা করি বলে
পারিনি দিতে কিছু
লেখার মাঝে ছড়িয়ে দেবো
যাবো না পিছু।
সমাজসেবা আছে দেখি
তাদের পাশে বেশ
মাঝে মাঝে দেখি আবার
কালো ওদের কেশ
গোলাম মোস্তফার পরিদর্শন আর
তাদের নিয়ে বিজি
মাঝে মাঝে শুনতে পাই
করে ওরা খিজি
সাইফের মতো আছে স্যার
দেয়না কোন একটু মার
তবুও ভালো আনন্দেতে
আছে ওরা বেশ
আফসানা বেগমের মতো মা আছে বলেই
দুঃখ করবে শেষ।