মবু আহমেদ চৌধুরী(কমলগঞ্জ)মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার লাউয়াছড়া এলাকা থেকে অস্ত্রসহ কামরুজ্জামানকে আটক করা হয়।
আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামের উম্মত আলীর ছেলে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার, ২৬টি জিহাদী বই ও নগদ অর্থ পাওয়া যায়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রীমঙ্গলস্থ র্যাব ৯ এর সদস্যরা কামরুজ্জামানকে অস্ত্র ও জিহাদী বই ও নগদ অর্থ সহ কমলগঞ্জ থানায় সোর্পদ করেছে।
এ ব্যাপারে অস্ত্র আইনে ও জিহাদী বই রাখার অপরাধে মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।