কলাপাড়ায় প্রভাব শালীর হাত থেকে সরকারী জমি উদ্ধার । ভূমিহীন ছয় পরিবারের মাঝে ঘড় সহ জায়গা নির্ধারণ

0
91
কলাপাড়ায় প্রভাব শালীর হাত থেকে সরকারী জমি উদ্ধার । ভূমিহীন ছয় পরিবারের মাঝে ঘড় সহ জায়গা নির্ধারণ

মাসুৃম বিল্লাহ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে সরকারী খাস জমি প্রভাবশালীদের হাত থেকে মুক্ত করে ভূমিহীন ছয় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মুজীববর্ষের ঘড় নির্মানের স্থান নির্ধারণ করলেন ভূমি প্রশাসন। উপজেলার ১০ নং বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের সোনাপাড়া মৌজায় সরকারী খাসজমি যা স্থানীয় ভূমিলোভী হাতেম দাদাল জোরপূর্বক ভোগদখল করে আসছে। কলাপাড়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জগৎবন্ধু মন্ডল ,বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবি এম হুয়ামূন কবির, নয়াকাটা তহসিলদার কামরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা ইতি পূর্বে ঐ জায়গা নির্ধারণ করে ছয় টি ঘরের মালা মাল নিয়ে ঘড় নির্মাণ শুরু করে দিয়েছেন।

ঘড় নির্মাণ দেখে উক্ত ভূমি লোভি হাতেম দালাল স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির সহ স্থানীয় যারা ভূমিহীনদের পাশে থাকে তাদের বিরুদ্ধে লোক মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে বলে ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন। এ বিষয়ে বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ূন কবির জানান, সোনাপাড়া মুজীবকিল্লা নির্মানের জন্য সরকারী মাটির কেল্লায় বসবাস রত ভ‚মিহীন ছয় পরিবার কে ভূমিপ্রশাসন প্রভাবশালীর হাত থেকে সরকারি খাষ জমি উদ্ধার করে ভ‚মিহীন ছয় পরিবারের মাঝে বিতরণ করেন। ভূমিলোভি হাতেম দালাল ঐ যায়গায় বিভিন্ন সময় বাধা প্রদান করেন। এবং আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করেন বলে তিনি জানান। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নয়াকাটা মোঃ কামরুল ইসলাম জানান, উপজেলা ভূমি প্রশাসনের নির্দেশে আমি ও সরকারী সার্ভেয়ার মোঃ হুমায়ূন কবির সরকারী জমি যার মৌজা সোনাপাড়া,জে এল নং ৪৩,দাগ নং ২০৩১ উক্ত জমি মাপদিয়ে পৃথক করে আসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here