কুষ্টিয়ায় ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

0
349
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। ওই শিশুর বয়স মাত্র ৭ মাস। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার এই প্রতিবেদকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে আনেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল। ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাঁদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউযাননি। ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থা আজ বৃহস্পতিবার অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়। তারা নমুনা সংগ্রহ’করবে। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর সদর ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী শহরে অবস্থিত তাদের বাড়িটি আগামী ৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেন। তার বাবা সহ পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে সংশ্রিষ্ট এলাকার মানুষের আতঙ্ক দেখা দিয়েছে। দৈনিক বার্তা ২৪ / ২৬ মার্চ ২০২০

লকডাউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here