কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বুধবার দুপুরে
উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলীসহ সংশ্লিটরা উপস্থিথ ছিলেন।
মিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী
জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় মোট ১৭টি হুইলচেয়ার চলাচলে অক্ষম ও প্রতীবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। এরআগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৯টি এবং আজকে ৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।