প্রিতম মজুমদার: কুষ্টিয়ায় নির্মানাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ কুমার দের পরিচালনায় বক্তব্য রাখেন নাগরিক পরিষদের সভাপতি সাইফুদদৌলা তরুণ, শহর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ মঞ্চ শহর কমিটির সভাপতি তনজু আহমেদ, মিরপুর কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন প্রমুখ।
এসময় বক্তাগন বলেন সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় সাম্প্রদায়িক শক্তির আস্ফালন মেনে নেওয়া হবে না। তারা দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ সহ বিভিন্ন প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।