কুষ্টিয়ায় ‘শতবর্ষী’ পরিমল থিয়েটার দখল মুক্তের দাবি

0
97
কুষ্টিয়ায় ‘শতবর্ষী’ পরিমল থিয়েটার দখল মুক্তের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ‘শতবর্ষের’ ঐতিহ্যবাহী পরিমল থিয়েটারটি প্রভাবশালীদের দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক কর্মীরা। আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ‘পরিমল থিয়েটারের সদস্যরাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

পরিমল থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মতিউর রহমাননের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তারা বলেন, জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের কর্মীরা এখানে সাংস্কৃতিক চর্চা করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন।

অথচ বর্তমানে রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একটি দুর্বৃত্তচক্র প্রতিষ্ঠানটিকে জাল জালিয়াতির মাধ্যমে দখল করে সেখানে বহুতল মার্কেট নির্মাণ করে প্রতিষ্ঠানকে অস্তিত্বহীন করে ফেলেছে।

এ ঘটনাকে তারা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পথরোধে আগ্রাসন চালানো হচ্ছে বলে মনে করছেন। অবিলম্বে প্রতিষ্ঠানটিকে দখল মুক্ত করে সেখানে শিল্পচর্চার দাবি জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here