কুষ্টিয়া প্রতিনিধি: দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আসন্ন (২০২১-২০২৩) নির্বাচনে [‘‘এ’’ গ্রুপের পরিচালক পদে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের পরিচালক এবং কুষ্টিয়া জেলা বিএফএর বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ এর উপরই এখন সবার আস্থা। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভােটাররা বলছে,আসন্ন এ নির্বাচনে ব্যবসায়ী নেতা হিসেবে এ গ্রুপের পরিচালক পদে অন্য কাউকে নয়,এবার মোঃ আব্দুল লতিফ কেই দেখতে চান তারা। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আব্দুল লতিফের বিকল্প নেই। তাই এবার মোঃ আব্দুল লতিফ কেই এ গ্রুপের পরিচালক হিসেবে দেখতে চান সাধারণ ভােটাররা।
তাদের মতে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই তার জনপ্রিয়তার মূল কারণ।
উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সর্বোপরি একজন সজ্জন মানুষ হিসেবে জনাব আব্দুল লতিফের সুখ্যাতি কুষ্টিয়ার সর্বত্র বিরাজমান।