কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ

0
462
কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ

আবু হুরাইরা রাসেল, নিজস্ব প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দখলের অভিযোগ উঠেছে। এবিষয় স্কুলের প্রধান শিক্ষক ৫ জনকে বিবাদি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে প্রাচীর দেয়ার কাজ শুরু করলে একই এলাকার নওবালী সরদার, রহুল আমিন, ওজিয়ার রহমান, আতিয়ার রহমান ও আব্দুল আজিজ কাজ বাধা প্রদান করে।

উল্লেখ্য , বিবাদিরা স্কুলের মাঠে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখে। এ বিষয় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান তাদের নিষেধ করে। তারা কর্ণপাত করায় তিনি ওই দিন থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয় প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, স্কুলের সম্পত্তি নিয়ে তাদের সাথে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল । এ বিষয়ে স্থানীয়রা কয়েক দফা শালিশী বৈঠকে বসেছে ,কিন্তু বিবাদিরা কোন কিছুই মানেনী।

এব্যার কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান, অভিযোগ পয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here