এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি: মামলা-হামলা, নির্যাতন করে জোরপূর্বক নির্বাচনে পরাজিত করে আমাকে দমানো যাবে না। আমি তৃণমূল থেকে আজকের এ অবস্থানে উঠে এসেছি। আমার সঙ্গে চট্টগ্রামের জনগণের নাড়ির সম্পর্ক। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আমি লড়াই-সংগ্রাম চালিয়ে যাব। গণতন্ত্রের লড়াইয়ে আমি বিন্দুমাত্র আপোষ করব না। দলীয় নেতাকর্মী ও চট্টগ্রামবাসীর সুখে দুঃখে অতীতের ন্যায় আগামীতেও পাশে থাকবো।’ নির্বাচনে হেরেও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামবাসীর প্রতি ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা’ জানান।
বিবৃতিতে ডা. শাহাদাত বলেছেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি থেকে আমাকে প্রার্থী ঘোষণার পর আমার প্রতি প্রাণপ্রিয় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যে সমর্থন ও ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। করোনার কারণে নির্বাচন স্থগিত হওয়ার আগে এবং পুনঃতফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণায়, গণসংযোগে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং তৃণমূলের নেতাকর্মীরা পাশে থেকে, অক্লান্ত পরিশ্রম করে আমাকে যে সাহস ও শক্তি যুগিয়েছেন, তাতে আমি নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাবার অনুপ্রেরণা পেয়েছি। আমার অন্তর থেকে আমার প্রাণপ্রিয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতা সহযোদ্ধারা আমাকে উপদেশ-পরামর্শ দিয়ে এ নির্বাচনে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মিডিয়ার ভাইয়েরা প্রতিদিন আমার এবং বিএনপির নেতাদের বক্তব্য-বিবৃতি, কর্মসূচি গুরুত্বের সঙ্গে প্রচার করেছেন। এতে আমরা আমাদের বক্তব্য, মতামত সহজে জনগণের কাছে পৌঁছাতে পেরেছি বলে আমি মনে করি। ডা. শাহাদাত বলেন, ‘আ. লীগের মন্ত্রী-এমপি-নেতারা ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে যে ভোট ডাকাতির পাতানো নির্বাচন সম্পন্ন করেছে, সেটা শত সীমাবদ্ধতা স্বত্ত্বেও মিডিয়ার কারণেই দেশ- বিদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। সবাই দেখেছে, নির্বাচনের নামে বুধবার চট্টগ্রামে কি হয়েছে!’
তিনি আরও বলেন, ‘মামলা-হামলা, সন্ত্রাসীদের হুমকি ধমকি, আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন হয়রানি, পথে পথে বাধা-নির্যাতন, শত প্রতিকূলতার পরও চট্টগ্রামের জনগণ আমার তথা বিএনপির পক্ষে তাদের সমর্থন অব্যাহত রেখেছিল। এ কারণে ভয় পেয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। অথচ ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেই, ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলেই জনগণ আওয়ামী লীগ আর প্রশাসনের সকল চক্রান্ত ভণ্ডুল করে দিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকেই নির্বাচিত করত। এরপরও অনেক এলাকায় জনতা ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, সাধ্যমতো প্রতিবাদ করেছেন। চট্টগ্রামের বীর জনতাকেও আমি হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’