গাংনীতে শত্রুতা করে পেঁয়াজের ক্ষেতে বিষ দিয়ে বিনষ্টের অভিযোগ

0
86
গাংনীতে শত্রুতা করে পেঁয়াজের ক্ষেতে বিষ দিয়ে বিনষ্টের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে আগাছানাশক গ্লাইফোসেট বিষ প্রয়োগ করে প্রতিপক্ষরা এক বিঘা জমির পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে পেঁয়াজ ক্ষেত মালিক ছাদেক আলী (৬০) এ অভিযোগ তোলেন। ছাদেক আলী হোগলবাড়িয়া মালিথাপাড়ার মরহুম আফিলউদ্দিনের ছেলে। জমির মালিক শরিফুজ্জামান (জামান) ও চাষী ছাদেক আলী প্রতিপক্ষের দৃষ্টান্তমুলক শাস্তি ও ক্ষতিপুরণ দাবী করে মামলা করবেন বলে জানিয়েছেন।

চাষী ছাদেক আলী অভিযোগ করে বলেন, তিনি জমি বন্দক নিয়ে বেশ কয়েক বছর যাবৎ ওই জমিতে ফসল ফলিয়ে আসছেন। কিন্তু গত তিন বছর ধরে হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ার প্রতিপক্ষ দিনমহম্মদ বিষু’র ছেলে মতিয়ার রহমান ও সহদর ভাই রফিকুল ইসলাম এবং একই পাড়ার আঃ জলিলের ছেলে জাহাঙ্গীর আলম তার ক্ষেত বিনষ্ট করে চলেছে বলে জানান। ইতোপূর্বে তার কচু ক্ষেত ও পালংশাক ক্ষেত বিনষ্টের ঘটনা ঘটেছিল ওই জমিতে। তিনি আরো বলেন মতিয়ার রহমান ও তার লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিস ডেকে কোন সুরাহা করা সম্ভব হয় না। তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে চাষী ছাদেক আলী জানান অতিসত্বর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here