মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে গাংনী প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র আহম্মেদ আলী।এসময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন,আর টিভি’র জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ গাংনী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।