গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0
105
গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে  বর্বরোচিতভাবে নারী নির্যাতন – ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।

৫ অক্টোবর দুপুর ১২টায় জেলা শহরে নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন  নারী সংগঠনের সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী,লিজা উল্যা, ছাত্র ফ্রন্টের সভাপতি পরমানন্দ দাস, সাধরন সম্পাদক রাহেলা সিদ্দিকা, মাহবুব আলম মিলন  প্রমুখ।  বক্তাগন নোয়াখালী বেগমগঞ্জে দুষ্কৃতিকারী বখাটে দেলোয়ার বাহিনী  কর্তৃক  প্রকাশ্যে  বর্বরোচিত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায়   জড়িত    বখাটে দেলোয়ার বাহিনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তাঁরা বলেন,এদেশে বখাটে, ধর্ষক, নারী লাঞ্ছনাকারীরা শাস্তি পায় না, বরং নিরাপরাধ ভুক্তভোগীকেই বারবার লাঞ্ছিত হতে হয়। ভয়ে ভীত হয়ে থাকতে হয়। আইন অপরাধীদের খুঁজে পায় না।  বিচারহীনতার কারনে এসব ঘটনা ঘটছে ।পুঁজিবাদী ভোগবাদী সংস্কৃতি এর জন্য দায়ী।তার কারনে দীর্ঘ হচ্ছে নির্যাতিতার সারি। অতীতে এমন ঘটনা বারবার ঘটেছে। নারীর নিরাপত্তা বিধানে সরকার ও প্রশাসনের উপর্যুপরি ব্যর্থতায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ সকল মুক্তমনা মানুষকে এই জঘন্য অন্যায়ের বিরুদ্ধে রুখেম দাঁড়ানোর  এবং সেই সাথে নারী নির্যাতন প্রতিরোধে  গনতান্ত্রিক -সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।পরে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here