গাছ কথা বলছে; এটি কল্পকথা, গল্প ও উপন্যাসে শোনা গেলেও, এমন ঘটনা ঘটেছে বলে চাওর উঠেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি জানতে ও গাছের সাথে কথা বলতে প্রতিদিন ভীড় করছে অসংখ্য মানুষ।
গত সপ্তাহজুড়ে কথা বললেও শুক্রবার বৃষ্টির পরে আর কথা বলছে না গাছ এমনটি বলছে স্থানীয়রা। বিশিষ্টজনেরা বলছে, গাছের প্রাণ আছে, অনুভূতি আছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও গাছ কথা বলতে পারে এটি নিছক গুজব।
গাছ কথা বলছে! এমন গুজবের পিছনে ছুটছে অসংখ্য মানুষ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গজিনা গ্রাম। এ গ্রামের আলতাফ শেখ। তার প্রবাসী ছেলে ছবুর শেখের বাড়ির পাশে ১০-১২টি একাশিয়া বা লম্বু গাছ রয়েছে। গত ১৪ জুন সেখানে খেলতে থাকে শিশুরা। ওই সময় নিরব মোল্লা নামের শিশু ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে উঠে। তখন ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে জানায়। এসময় পরিবারের লোকজন গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভিতর থেকে হু-হু আওয়াজ শুনতে পান। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওই গ্রামের বাসিন্দা ফরিদ মোল্লা।
শুরু হয় এলাকায় চাঞ্চল্য, গাছ কথা বলে এমন গুজবের ডালপালা ছড়াতে থাকে চারিদিকে। এরইমধ্যে খবরপেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ওই গজিনা গ্রামে আসতে শুরু করে অসংখ্য মানুষ।
এই সুযোগে গাছের চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেয়া হয় এবং সাধারণ মানুষ মানত করে টাকা-পয়সাসহ হাঁস-মুরগী দান করা শুরু করে। পরে সেগুলো গরিবের মাঝে বিলিয়ে দেয়া হয়। গত সপ্তাহজুড়ে সেখানকার পরিস্থিতি ছিলো এমনই। কিন্তু শুক্রবার (২১ জুন) দুপুরে টানা বৃষ্টির পর থেকে ওই গাছ আর কথা বলছে না বলে জানান ঘুরতে আশা দর্শনার্থী ও স্থানীয়রা। তবে কেউ কেউ বলছেন গাছ সকলের সাথে কথা বলেনা।
ওই গ্রামের ফরিদ মোল্লা বলেন, গাছ কথা বলে এটা শুনে গাছের ভিডিও করে ফেসবুকে দিয়েছিলাম। তবে তার মুঠোফোনে রেকর্ডিং করেছিলেন কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কেন উত্তর দেননি। তিনি আরো বলেন, গাছের চারপাশ দিয়ে বাঁশের বেড়া দিয়ে দিয়েছিলাম। তা (বেড়া) পুলিশ ভেঙে দিয়েছে। এখানে অনেক লোক আসে সেজন্য পাশের বাড়ির হায়দার মিয়ার স্ত্রী শুকুরন বেগম গাছে গোবর লেপে দিয়েছিলো, এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গরুর দুধ ও ডাবের পানি দিয়ে ধূয়ে দিলে সে সুস্থ হয়।
তবে এবিষয়ে শুকুরন বেগমের সাথে কথা বলতে গেলে তিনি রাজি হননি।
এবিষয়ে গাছের মালিক আলতাফ শেখ বলেন, গত ১৪ জুন থেকে আমরা গাছে কান পেতে কথা শুনেছি। কি কথা শুনেছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা গাছে কান পেতে সালাম (আসসালামু আলাইকুম) বললে শুধু মেয়ে কন্ঠে ‘হু’ বলেছে। এরপর গতকাল শুক্রবার থেকে আর কথা বলছে না।
গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক এস এম হুমায়ূন কবীর বলেন, গাছে কথা বলে এমন কথা শুনে গাছে কান পেতেছিলাম। কিন্তু কিছুই শুনতে পেলাম না। তিনি মনে করেন বিষয়টি অনুসন্ধান করে ঘটনার সত্যতা উদঘাটন হোক। প্রয়োজনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। সবাই জানে গাছের প্রাণ আছে কিন্তু কথা বলতে পারে এমনটি কখনও শোনা যায়নি।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. রাশেদুজ্জামান বলেন, গাছ কথা বলে এটি একটি নিছক গুজব। তবে গাছের প্রাণ আছে, গাছের অনুভূতি আছে এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। পৃথিবীতে এমন কোন নজির এখন পর্যন্ত নেই যে গাছে কথা বলেছে। তাই এটা গুজব ছাড়া কিছুই নয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, গাছে কথা বলে এমন গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসে কোন লোক পেলাম না যারা নিজের কানে গাছের কথা শুনেছে। গাছের চার পাশে বাঁশ দিয়ে ঘিরে একটি মহল ব্যবসা করতে চেয়েছিলো। আমরা তা ভেঙ্গে দিয়েছি। গাছে কথা বলে একটা মহল এ গুজব ছড়িয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: