রাশিদুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে ফাতেমা আক্তার হেনা (৯) নামের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ওই এলাকার মোঃ ফজল আলীর মেয়ে। সে কুমারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়তো।
এলাকাবাসী ও নিহত শিক্ষার্থী মা শিল্পী বেগম জানান, করোনার কারনে স্কুল বন্ধ থাকায় বাসায় তার মেয়ে লেখাপড়া করে না। লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য একটু বকা দিয়েছিলেন তিনি। মেয়েকে বকা-ঝকা করে তিনি বাড়ি থেকে প্রতিবেশির বাড়িতে যান। প্রতিবেশির বাড়ি থেকে দুপুর আড়াইটার দিকে বাসায় এসে দেখেন তার মেয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস নিয়েছে। দড়ি থেকে নামানোর পরপরই তার মেয়ের সেখানেই মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মুল ঘটনা জানাযাবে।