এম. মতিন, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার সিডিএ আবাসিক এলাকায় একটি বাসের গ্যারেজে আগুন লেগে অন্তত ১৫টি বাস পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে পদ্ম পুকুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিডিএ-১ নম্বর আবাসিক এলাকায় পরিবহণ কোম্পানী বাগদাদ পরিবহণ বেশ কিছু পরিত্যাক্ত পুরানো বাসের গ্যারেজে রহস্যজনক আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আবাসিক এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় ১৫টি বাস ।
স্থানীয়রা অগ্নিকান্ডের বিষয়টি পরিকল্পিত বলে ধারণা করছেন।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, সিডিএ আবাসিকের একটি গাড়ীর গ্যারেজে আগুন লাগার সংবাদ পেয়ে তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে এনেছে। তিনি ক্ষয়ক্ষতি ও অগ্নিকান্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেন নি।