জলঢাকায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0
102
জলঢাকায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশমণ, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে মাথাভাঙ্গা এলাকা পরিদর্শন করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, প্রশাসনিক কর্মকর্তা মোকলেছার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ও জাপা নেতা তাহমিদুর রহমান মিলন প্রমুখ। এসময় ইউএনও বলেন, যেকোন দুর্যোগ মোকাবেলার জন্য মানসিক প্রস্তুতি সবসময় নিজের মধ্য রাখতে হয়। এছাড়াও তিনি সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন হওয়ার আহবান জানান। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসময় সরকারি কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here