জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে উপকরণ বিতরন

0
108
জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে উপকরণ বিতরন

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দুস্ত অসহায় পরিবারের গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুদের মাঝে হাতধোয়ার উপকরণ বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর সহায়তায় ১ শত ৫৫ টি পরিবারের মাঝে সাবান ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরন করেন ইউপি চেয়ারম্যান হামিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস হাজর, উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান বসুনিয়া (রাশেল), ইউনিয়ন স্বাস্থ্য ও কল্যান কেন্দ্র উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফেরদৌস আলম, সমাজকর্মী লুৎফর রহমান বিএসসি, আমিনুর রহমান, প্রভাষক ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম প্রমুখ। ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাসেল বসুনিয়া জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৩ শত পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হবে। প্রথম পর্যায় আজ মঙ্গলবার ২হাজার পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here