জলঢাকায় কেন্দ্রীয় যুবলীগ নেতার অংশগ্রহণে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

0
208
জলঢাকায় কেন্দ্রীয় যুবলীগ নেতার অংশগ্রহণে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩০ জানুয়ারী অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোহসিন আলী মাস্টারের বিজয় সুনিশ্চিত করতে কেন্দ্রীয় যুবলীগ নেতাদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার জিরোপয়েন্ট মোড়ে নৌকা মার্কার প্রার্থী মোহসিন আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সোহেল পারভেজ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবলীগের উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহফুজার রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক জামিল আহমেদ, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলামি সাফিন, সৈয়দ নেয়ামুল ইসলাম নিয়ন, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ রামেন্দ্র বর্ধন বাপ্পি, আ’লীগ নেতা একে আজাদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, সাবেক ছাত্রলীগের সভাপতি সারোয়ার রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুবলীগ নেতা লাভলুর রশীদ, সাহান কবীর শাহিনুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা রাজিব চৌধুরী।

এর আগে সকালে প্রিয় নেতা সোহেল পারভেজ সহ কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জলঢাকার কৃতি সন্তান ও কেন্দ্রীয় যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের অনুসারীরা বিরাট মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারি এলাকায় অবস্থান করে। পরে সেখানে নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে জলঢাকা পৌরশহর প্রদক্ষিণ করে বিকেলে জিরোপয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা জলঢাকা পৌরসভাকে আ’লীগ সরকারের বাস্তবমুখী উন্নয়নের অংশীদার করতে নৌকা মার্কার প্রার্থী মোহসিন আলী মাস্টারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here