জলঢাকায় গর্ভবতী, প্রসূতি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
182

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় গর্ভবতী, প্রসূতি ও করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গোলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৫ জন হতদরিদ্র পরিবারের নারীর হাতে ৪ হাজার ৫ শত ৮৩ টাকা করে তুলে দেন গোলনা স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম। এসময় ল্যাম্ব শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান রাসেল জানান, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ল্যাম্ব শো প্রকল্প ২ এর মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩ শত গর্ভবতী, প্রসূতি ও করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে ৪ হাজার ৫ শত ৮৩ টাকা করে মোট ১৩ লাখ ৭৪ হাজার, ৯শত টাকা বিতরন করা হয়। এর
মাধ্যমে গ্রামীণ জনপদের হতদরিদ্র পরিবারের নারীরা তাদের গর্ভকালীন সময়ে চিকিৎসাসহ আয়বর্ধন মূলক কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here