জলঢাকায় ল্যাম্ব শো প্রকল্প ২ এর সমন্বয় সভা অনুষ্ঠিত

0
99
জলঢাকায় ল্যাম্ব শো প্রকল্প ২ এর সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ল্যাম্ব শো প্রকল্প ২ এর উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলার আলহেরা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ল্যাম্ব শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ল্যাম্বের সিএইচডিপি ডিরেক্টর লিটন বালা।

এসময় আরো বক্তব্যে রাখেন শো প্রকল্প ২ এর প্রকল্প ব্যবস্থাপক ফ্রান্সিস হাজং, কিশোরগঞ্জের উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, এমভিভি কাউন্সিলর লরেন্স রায়, ল্যাম্ব কমিউনিকেশন কো-অর্ডিনেটর কাজল কুমার রায়, ফাইন্যান্স কো-অর্ডিনেটর তুলি সরকার ও টেকনিক্যাল অফিসার – জেন্ডার ইকুয়ালিটি পরিমল রায় ও ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক প্রমুখ। সভায় প্রধান অতিথি লিটন বালা স্বাস্থ্যকর্মীদের প্রতি মা ও শিশু স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করে ডেলিভারির সময় বা গর্ভকালীন সময়ে কোন মা ও শিশু যাতে মারা না যায় সেদিকে খেয়াল রাখার আহবান জানান।

এছাড়াও তিনি সকলকে মাঠ পর্যায়ে সততার সাথে সেবার মনোভাব নিয়ে নিরলসভাবে কাজ করার কথা বলেন। ল্যাম্ব শো প্রকল্প -২ এর আয়োজনে সভায় ১শত ২০ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here