সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিনা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামীও। শুক্রবার (১৮ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্যটি জানিয়েছেন। নিহত মিনা বেগম টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জিন্নাহ আলীর স্ত্রী। আর এ ঘটনায় আহত জিন্নাহ আলী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎধানী রয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, “সকালে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জিন্নাহ আলী তার স্ত্রীকে নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারটিয়া এলাকায় পৌছালে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। আর এ সময় তার স্ত্রী মিনা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এরপরে জিন্নাহ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশটি এলেঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।”