টাঙ্গাইল জেলা কালচারাল অফিসারকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

0
485
টাঙ্গাইল জেলা কালচারাল অফিসারকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ান ইসলামকে হত্যার প্রতিবাদে ও দায়ী ব্যাক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ার অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যার সাথে জড়িত প্রতিটি ঘটনার তদন্তপূর্বক বিচার করতে হবে।

স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সুজন রহমান, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্যগন,জেলা শিল্পকলা একাডেমী কুষ্টিয়ার প্রশিক্ষকগণ,জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ।

প্রসঙ্গত, শনিবার (২৭ মার্চ) বিকেলে সাড়ে তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালের একটি ভিআইপি কক্ষ থেকে টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার খনন্দার রেদওয়ানা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here