ঢাকার বায়ুদূষণে আবারো প্রথম স্থান দখল

0
101
ঢাকার বায়ুদূষণে আবারো প্রথম স্থান দখল

সাইফুল ইসলাম: দিল্লিকে টপকিয়ে আবারো বায়ুদূষণে শীর্ষ স্থান দখল করেছে ঢাকা। বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা তেমন কমেনি। এমনকি কোনো কোনো এলাকায় সামান্য বেড়েছেও। কিন্তু বায়ু দূষণে আবারও এক নম্বরে চলে এসেছে ঢাকা।

ঢাকা বায়ুদূষণে শীর্ষ স্থান দখল করার কয়েকটি কারণ হচ্ছে: বাংলাদেশের বাতাসের গতি না থাকা, শুষ্ক আবহাওয়া এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। শুষ্ক আবহাওয়ার কারণে বেড়ে গেছে ধুলিকণার পরিমাণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, “সোমবার (৭ ই ডিসেম্বর) ঢাকায় বায়ু দূষণের মানমাত্রায় আবারও সার ওপরে উঠে এসেছে। সোমবার বেলা ৩ টার দিকে মানমাত্রা ২৬৯ এ উঠে আসে। বিশেষজ্ঞদের মতে এ মানমাত্রা খুবই অস্বাস্থ্যকর। অবশ্য গতকালকেও ঢাকায় ছিল ২৩৮। দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি (২৬২), তৃতীয় অবস্থানে আছে করাচি (২৪২)।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here