তর্জনী

0
608
রাজিব আহমেদ

তর্জনী – রাজিব আহমেদ

একটি তর্জনী মানেই, মুক্তি ও স্বাধীনতা।
একটি তর্জনী মানেই, বাঙালির অধিকারের কথা বলা।
একটি তর্জনী মানেই,লাঞ্ছিত ও বর্জনার সঠিক জবাব।
একটি তর্জনী মানেই, লাল-সবুজের পতাকা।
একটি তর্জনী মানেই, কোটি বাঙালির হৃদয়ে অদম্য সাহস ও
উচ্ছ্বাসতা
একটি তর্জনী মানেই,মুক্ত আকাশে পাখির স্বাধীনতা।
একটি তর্জনী মানেই,সবুজ ঘাসে শিশিরের বিস্তৃততা।
একটি তর্জনী মানেই,নদীর বুকে মাঝির পাল তোলা নৌকা । একটি তর্জনী মানেই,৫৬ হাজার বর্গমাইলের প্রতিচ্ছবি।
একটি তর্জনী মানেই,আকাশ থেকে সমুদ্র বিজয়ের জয়ধ্বনি।
একটি তর্জনী মানেই,বিশ্ব স্বীকৃতি ঐতিহ্যবাহী দলিল
একটি তর্জনী মানেই,ইতিহাস জানানে কবিতার মিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here