দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নক্সাকারদের

0
1021
দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নক্সাকারদের

ষ্টাফ রির্পোটারঃ অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো নক্সাকার বা সমমানের পদে বিভিন্ন দফতরে কর্মরত নক্সাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ।দেশের পৌরসভা গুলোর সমমানের পদে বিভিন্ন দফতরে কর্মরত নক্সাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া শর্তেও তাদের বেতন স্কেল ১১তম গ্রেডে।  যেখানে জনপ্রশাসন মন্তনায়লয়ের২৭/৯৪/-১৬৪/১৯/১১/১৯৯৪ নং পরিপত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে ১০ম গ্রেড স্কেল/২য় শ্রেনী পদমর্যাদা পাবে,তাছাড়া পৌরসভা গুলো ১৯৯২ সালের গেজেট অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি এখন পর্যন্ত দিয়ে থাকে। এছাড়া দেশের অন্যান্য মন্ত্রণালয়ের নক্সাকারদের বেতন স্কেল ১০ম গ্রেড ও ২য় শ্রেনী  পদ  মর্যাদা রয়েছে।
নক্সাকারদের দাবী, “সমমানের পদে বিভিন্ন দফতরে কর্মরত নক্সাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে, নক্সাকার পদ‌টি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সমমানের শূন্যপদে নিয়োগ দিতে হবে”।
নক্সাকারেরা বলেন, ‍‍‍ “সরকারের সব দফতরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়। অথচ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও নক্সাকার পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। আমরা চাই, আমাদের এ দাবিসহ অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হোক”। 

       

     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here