আব্দুল মজিদ মল্লিক নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা এবং ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার ২ জানুয়ারি দুপুরে ডিবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। আটককৃতরা হলেন, আবু সাঈদ (২০) আনোয়ার হোসেন (২৫) নাছির উদ্দিন (৩৫) এবং মঞ্জিল হোসেন (৩০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পত্নীতলা এবং ধামইরহাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪০ বোতল ফেন্সিডিল, দেশীয় হাসুয়া, চাপাতি এবং লোহার দা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।