আলী জাবেদ মান্না, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন’কে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন যুবসমাজের তরুণরা । (৩০ জানুয়ারি) শনিবার দুপুর ১২ টায় ৮ নং সদর ইউনিয়নের রসুগঞ্জ বাজারে চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন তার নিজ মার্কেটের সামনে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, এসময় উপস্থিত ছিলেন, সাইফুর রহমান, জাহিদ কাউচার, ইজাজুল হক, সাইদুর রহমান, সৈয়দ ফরহাদ আহমেদ ওয়াসিম, এরশাদ মিয়া। এসময় সৈয়দ ফরহাদ আহমেদ ওয়াসিম বলেন, লোকমান ভাই আমাদের যুব সমাজের আইকন তারুণ্যের অহংকার উনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন শুনে এলাকায় খুশির বন্যা বইছে, তিনি খুব আলোচনার মধ্যে রয়েছেন ।
নির্বাচন কাছাকাছি হওয়ায় প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে । এলাকাভিত্তিক ভোট চাওয়া। বাড়িতে বাড়িতে এবং চায়ের দোকানগুলোতে রয়েছে নির্বাচনী হাওয়া । গ্রাম মহল্লায় ভোট চাইতে ছুটে চলছেন লোকমান হোসেন । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভোটারদের মনে স্থান করে নিয়েছেন ভালোবাসার মানুষ হিসেবে । তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন । এসময় চেয়ারম্যান প্রার্থী লোকমান হুসেন বলেন, ৮ নং সদর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই এলাকার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এবং আমি আশা রাখি এই এলাকার সব শ্রেনীর মানুষ আমার পাশে থাকবে এবং আমি সবার কাঁধে কাঁধ মিলিয়ে এই ইউনিয়নের জন্য মানুষের জন্য কাজ করতে চাই যদি এই এলাকার মানুষ তাদের নিজের সন্তান হিসেবে আমাকে নির্বাচিত করেন।