নাটোরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মাটি উত্তোলন ও পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

0
144

রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধি: নাটোরে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার জংলি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালনা করা হয়।

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, শনিবার বিকালে ভ্রাম্যমান আদালত অবৈধ মাটি উত্তোলন এবং পুকুর খননের বিরুদ্ধে সদর উপজেলার জংলি, কৈগাড়ি কৃষ্ণপুর, লক্ষিপুর বড়বাড়িয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। লক্ষিপুর এলাকার দুথটি স্পটে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। পরে জংলি এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ১টি মামলায় এক জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here