রাশিদুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলর্স কোচ ও বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন আহত হয়েছে।
আজ রবিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে শহরের দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ীর ইনচার্জ রেজওয়ান আহমেদ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলর্সের যাত্রীবাহী একটি কোচ বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় উভয় গাড়ীর ১৫জন আহত হয়।এ দূর্ঘটনায় ট্রাকের চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
পরে ট্রাকের সামনের এক অংশ কেটে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণে সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজনের সৃষ্টি হয়। ঘটনার প্রায় ঘন্টা খানেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।