নাটোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে চক্ষু ডাক্তারের জেল জরিমানা

0
91
নাটোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে চক্ষু ডাক্তারের জেল জরিমানা

রাশিদুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা চক্ষু হাসপাতালের ইনচার্জ ডাক্তার আশরাফুল ইসলাম এখন কারাগারে। ডাক্তারী সার্টিফিকেট না থাকায় স্পর্শকাতর চোখের অপারেশন করায় এবং চিকিৎসাপত্রে ডাক্তার লেখায় র‌্যাবের হাতে আটক হন তিনি।

তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

জানা যায়, শুক্রবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজারে র‌্যাব-৫ এর সিপিসি-২ এর এএসপি মাসুদ পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আশরাফুল ইসলাম (৫৮) নাটোর সদর উপজেলার আহমেদপুর চরতেবাড়িয়া গ্রামের মৃত ডাক্তার সামছুর রহমানের ছেলে।

তিনি এইচএসসি পাস করে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করে ১৩ বছর ধরে অবৈধভাবে চক্ষু রোগিদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি গুরুদাসপুরেও চক্ষু বিশেষজ্ঞ ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

আটকের পর র‌্যাবের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান তাকে এই সাজা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here