নিউ মার্কেটের আগুন | সারা সপ্তাহের খবর

0
133
নিউ মার্কেটের আগুন | সারা সপ্তাহের খবর

নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে -খবর দিয়ে শুরু করছি দৈনিক বার্তা24 এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে |

সারা সপ্তাহের খবর

নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

চার ঘণ্টার বেশি সময় ধরে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। তবে শনিবার (১৫ এপ্রিল) ভোরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রি. জেনারেল মো. মাইন উদ্দিন।

নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

চার ঘণ্টার বেশি সময় ধরে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। তবে শনিবার (১৫ এপ্রিল) ভোরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রি. জেনারেল মো. মাইন উদ্দিন।

টুইটার বিক্রির সিদ্ধান্ত নিচ্ছেন ইলন মাস্ক

টুইটারের মালিক এলন মাস্ক বললেন, এই সংস্থা চালাতে তিনি প্রচণ্ড সমস্যায় পড়ছেন। সঠিক ক্রেতা পেলে টুইটার বিক্রি করে দিবেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। টুইটারের কার্যালয়ে বিবিসিকে দেয়া এই সাক্ষাৎকার তিন মিলিয়নেরও বেশি মানুষ শুনেছে।”

উন্নয়নশীল দেশের তালিকার এশিয়ার মধ্যে প্রথম দিকে বাংলাদেশ

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক উন্নত অর্থনীতি এবং  উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বের সব দেশগুলোকে দুই ভাগে বিভক্ত করে এই তালিকায় উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশের মধ্যে রেখেছে তারা। পাশাপাশি এশিয়ার মধ্যেও উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশের তালিকায় প্রথমদিকে রেখেছে তারা।

বাংলাদেশের জন্ম ইতিহাসের তিন সাক্ষি

আফগানিস্তানে রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা

“আফগানিস্তানে রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবানরা। সোমবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, এ নিষেধাজ্ঞা কেবল হেরাত প্রদেশে খোলা মাঠসহ রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। খোলা মাঠসহ রেস্তোরাঁগুলোতে নারী-পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তালেবান কর্মকর্তারা।”

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

দেশের মোট জনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন।

বঙ্গবাজারে পোড়া টাকার বিষয়ে যা বলছে বাংলাদেশ ব্যাংক

“রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ীদের নগদ টাকা পুড়ে গেছে। একজন ব্যবসায়ী টাকা পরিবর্তনের জন্য আইন মেনে আবেদন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকার অর্ধেক পুড়ে গেলে সেই টাকা পুরোপুরি বাতিল। ওই টাকা পরিবর্তন করে নতুন টাকা দেয়া হবে না। অর্ধেকের কম পুড়লে সেই টাকার অবশিষ্টাংশের আনুপাতিক হারে টাকা ফেরত দেবে। এক্ষেত্রে নোট পবির্তন সম্পর্কিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক।”

১৭ এপ্রিল থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউ মার্কেটের আগুন | সারা সপ্তাহের খবর

“বাস-ট্রেনের পর এবার লঞ্চের যাত্রা ও ফিরতি টিকিট পাওয়া যাবে এ সময়। শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ ঘোষণা দেন। তিনি জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন। 

জেলেনস্কির ইফতার আয়োজন , ক্রিমিয়ার মুসলিমদের উপর রাশিয়ার ‘নিপীড়নের’ নিন্দা

,ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাষ্ট্রীয়ভাবে আয়োজিত প্রথম ইফতার অনুষ্ঠানে ক্রেমলিন নিয়ন্ত্রিত ক্রিমিয়ার মুসলিম সংখ্যালঘু তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের সমালোচনা করেছেন এবং তিনি রাশিয়ার কাছ থেকে এ উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভেঙে ফেলা হচ্ছে শাহজালাল বিমান বন্দরের টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য ভিভিআইপি’ টার্মিনালটি ভাঙা শুরু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।

আরও পড়ুনঃ

তারেক-জোবায়দার বিচার শুরু | সারা সপ্তাহের খবর 

যাত্রীবাহী বাসে মিলল প্রায় ২২ লাখ টাকার হেরোইন | সারা সপ্তাহের খবর