রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট, রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আজ ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচেছ। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ১২ জন কমীসহ মোট ২৩ জন আহত হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন
আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে। তিনি জানান, আজ ভোর ৫টা ৩৮ মিনিটের সময় নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুনের খবর জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটের সময় পলাশী থেকে দুটি ইউনিট-আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২জন ফায়ার ফাইটারসহ মোট ২৩ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের কোন খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
এদিকে, রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টার ও প্রস্তুত রয়েছে বলে আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকা নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ১২ প্লাটুন বিজিবি ঘটনাসস্থলে পৌঁছে কাজ করেছে। তাদেরকে সহযোগিতা করছে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।
আরও দেখুনঃ