পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে আজ

0
103
পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ
পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ

জিহাদুল ইসলাম সুমন, শরীয়তপুর প্রতিনিধি: ৩১তম স্প্যান বসানোর চার মাস পর, আজ বসতে যাচ্ছে পদ্মা সেতুর ৩২তম স্প্যান। এটি বসানো হলে পদ্মা সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

সবকিছু অনুকূলে থাকলে মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে ৩২তম স্প্যানটি। গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচন্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here