নিজেস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলার উজলপুর গ্রামের বাগান পাড়ার মোঃ সায়েব মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (১৬)। সায়েব মিয়া বলেন তার ছেলে গত ৩ তারিখ সন্ধা ৭ টার সময় পরিবারের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে সে নিখোঁজ,কোথাও তার সন্ধান পাওয়া যায় নি। তোফাজ্জল বয়স ১৬ বছর, তার গায়ে লাল রংয়ের গেঞ্জি আছে।
কোন সহৃদয়বান ব্যাক্তি যদি তোফাজ্জল (১৬) এই বালক কে দেখে থাকেন তাহলে 01788654724 এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরধ করা হলো।