আফগানিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছের এক এলাকায় পাকিস্তানের একটি সেনাবহরে গুলিতে সাত সেনা ও ওই সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার ইশাম এলাকায় চোরাগোপ্তা এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী বদ্ধ পরিকর। আমাদের সাহসী সেনাদের এমন আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করবে।
পাকিস্তান সামরিক বাহিনী প্রায়ই আফগান সীমান্তে হামলার শিকার হয়ে থাকে। পাকিস্তান সামরিক বাহিনী গত জানুয়ারি থেকে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় ১২৮ সশস্ত্র যোদ্ধার নিহত হওয়ার কথা জানানোর দিনই এ হামলার ঘটনা ঘটে।
হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যাবে ইসলামাবাদ। খবর- পার্সটুডের