প্রকৃতিতে নেমে এসেছে শীতের আবহ। কুয়াশার দাপট থাকছে ভোর থেকে দুপুর অবধি। উত্তুরে হাওয়ায় শীতও জেঁকে বসছে ধীরে ধীরে। কমে এসেছে দিন ও রাতের তাপমাত্রাও।
কুড়িগ্রামের রাজারহাটে বুধবার (৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীর সকাল গড়িয়ে দুপুর নেমে এলেও রোদের দেখা নেই। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। আবহাওয়া অধিদপ্তর মনে করছে, এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন অপরিবর্তিত থাকবে।
এ প্রসঙ্গে আবহওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে। বাতাসের গতি কম থাকায় কুয়াশার ভাব কাটতে সময় লাগবে। এই সময় দিনের তাপমাত্রা কম থাকবে, রাতের তাপমাত্রা খুব বেশি কমবে না।
বাংলাদেশে শীতের হিমেল বাতাস প্রবেশ করতে শুরু করেছে। কুয়াশার ভাব কেটে গেলেই শীত নামতে শুরু করবে। উত্তরাঞ্চলের জেলাগুলো প্রথমে শীত নামে। ২০ তারিখ নাগাদ ঢাকায় পুরোপুরি শীত নামবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের নদী অববাহিকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দৃষ্টিসীমা পাঁচ শ মিটার বা আরও কম থাকবে। এসব এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।