প্রজনন মৌসুমে রূপগঞ্জে ইলিশ আহরণ করতে দেবে না- ইউএনও শাহ নুশরাত জাহান

0
73
প্রজনন মৌসুমে রূপগঞ্জে ইলিশ আহরণ করতে দেবে না- ইউএনও শাহ নুশরাত জাহান

রূপগঞ্জ প্রতিনিধি : ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে মাঠে রয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার ( ১৪ অক্টোবর) ভোর ৫ টায় গাউছিয়া বাজারের মাছের আড়াৎগুলোতে অভিযান পরিচালনা করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। তিনি বলেন, গাউছিয়া মাছের আড়ৎগুলোতে কোনো ঝাটকা বা ইলিশ পাওয়া যায় নি। কোনো জরিমানা করা হয়নি।

শাহ্ নুসরাত জাহান বলেন, প্রজনন মৌসুমে রূপগঞ্জে কেউ ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করতে পারবে না। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। এছাড়া রূপগঞ্জ উপজেলা মৎস্য অফিসার ইমরান হোসেন প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধের ব্যাপারে ব্যাপক প্রচার করে যাচ্ছে বলে জানান শাহ্ নুসরাত জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here