প্রেয়সী
ইজাজুল হক রাজীব

প্রেয়সী,
তোমার ভালোবাসা একটি গোলাপ কানন
এক মায়াবী মাতাল আকর্ষণ।
তোমার সিক্ত আখিতে দেখেছিলাম
পলক ফেরার সৌন্দর্য,
দেখেছিলাম স্পর্শের সীমানায়
প্রাণচঞ্চল হাসির মাধুর্য।
হয়তো তোমার ভালোবাসা এসেছিল
নিশি পেরিয়ে এক প্রভাতে,
হয়তো আজ তুমি নেই আমার পাশে
তবুও তোমার স্মৃতিগুলো উড়ে বেড়ায়
আকাশে আর বাতাসে।
প্রেয়সী,
তুমিই তো গোলাপ হাতে প্রথম বলেছিলে
ভালোবাসার সাতরঙ মেখে ফিরিয়ে আনবে
চৈতন্য দীপ্তি।
দিয়েছিলে প্রতিশ্রুতি, বলেছিলে
ভালোবাসা মানে নীল পদ্ম, নীল আকাশ
আর নীল প্রজাপতি।
তারপর কতো দিবস গেলো,
কতো রঙ-বেরঙ সাজের অপরূপা প্রকৃতি
দেখতে দেখতে পার হয়ে গেল চোদ্দটি বছর,
এই আমি এখনও দখিনা বাতায়ন খুলে
শুধু তোমারই প্রতীক্ষায়…
যদি ফিরে আসো ভালোবাসা দিবসে,
যদি ফিরে আসো ভালোবাসার প্রিয় রূপে
মনের এই আঙিনায়।
আমি সেই গোলাপ হাতে
নীল আকাশের নিচে দাঁড়িয়ে স্বপ্ন দেখি,
স্বপ্ন, শুধুই স্বপ্ন দেখি সুন্দর এবং আগামীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here