বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের কারণে পাঠক সেবা
কার্যক্রম বন্ধ হওয়ার এক বছর পর ফের পাঠক সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। ৩ ফেব্রয়ারি বুধবার সকাল ৯ টা থেকে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে পুনরায় পাঠক সেবা কার্যক্রম শুরু করা হয়। জানা গেছে, বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সহ সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হলে
গত বছরের ২১ মার্চ বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের পাঠক সেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার কর্তৃপক্ষ ।
তখন থেকেই এই গণগ্রন্থাগারের পাঠক সেবা (বই পড়া ) কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে প্রশাসনিক কার্যক্রম চালু রাখেন কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি , সামাজিক দূরত্ব বজায় রাখা ও টোকেন পদ্ধতি অবলম্বন করে এই গ্রন্থাগারেরকার্যক্রম ফের চালু করা হয়েছে। এখন থেকে বই প্রেমিরা নিয়মিত সরকারি নির্দেশনা মেনে বই পড়তে পারবেন।
পাঠক সেবা চালু হওয়ায় বই প্রেমিদের পদচারনায় আবারো প্রাণবন্ত হবে এই গ্রন্থাগার এমনটাই প্রত্যাশা অনেকের। এ বিষয়ে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা বেগম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বুধবার থেকে পুনরায় পাঠক সেবা কার্যক্রম
চালু করা হয়েছে। তবে তিনি পাঠকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন।